ঢাকা: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে নাবিস্কোর সামনের সড়কে শ্রমিকরা এই অবরোধ শুরু করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, কোম্পানির একজন হিন্দু শ্রমিক মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও তারা অবরোধ তুলে নিতে রাজি হননি।
এই সড়ক অবরোধের ফলে তেজগাঁও ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
এ আই/এম.আর